logo MUKTIJODDHA COLLEGE
Menu

Our Institution History

Founded 1995
Our Institution
Since 1995

বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় মুক্তিযেদ্ধা কলেজ এক অনন্য ও পথিকৃত প্রতিষ্ঠান। ২২টি বিষয়ে উচ্চমাধ্যমিক, ১৮টি বিষয়ে তিন বছরের স্নাতক এবং ০৫টি বিষয়ে চার বছর স্নাতক সম্মান ডিগ্রী কোর্স পড়ানাে হ্য। এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত। উল্লেখযােগ্য সংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ পর্যাযে এটি যশাের জেলার অন্যতম উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। কলেজের বিভিন্ন অভ্যন্তরীণ, বাের্ড ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাবলিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্য কলেজের উন্নত শিক্ষামানের সাক্ষ্য বহন করে। উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযােদ্ধা কলেজ নিরন্তর অবদানে সগৌরবে সমুজ্জ্বল। প্রায় তিন দশকের পরিক্রমায় জাতির মেধা, মনন ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। স্বাধীনতা সংগ্রামে মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগকে অবিরত স্মরণের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। নানা সীমাবদ্ধতার মধ্যেও মুক্তিযোদ্ধা কলেজ তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলেছে। গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করছে।